#

বরগুনায় স্ত্রীকে নির্যাতনের অপরাধে স্বামী মনির সরদারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (০৮ মে) দুপুর ২টার দিকে বরগুনা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মৃত করম আলী সরদারের ছেলে মনির সরদার। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১৪ সালের ১০ অক্টোবর সকালে ব্যবসা করার জন্য মনির সরদার তার স্ত্রী মাহিনুর বেগমের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। স্ত্রী মাহিনুর যৌতুক দিতে অস্বীকার করলে স্বামী মনির তাকে পিটিয়ে জখম করেন। এরপর স্ত্রী মাহিনুর বাদী হয়ে ওই বছরের ২০ অক্টোবর বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে বিচারক এ রায় দেন।

এ বিষয়ে দণ্ডপ্রাপ্ত আসামি মনির সরদার বলেন, আমাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। আমি উচ্চ আদালতে যাবো।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন