বরগুনার বেতাগী কাজিরাবাদ ইউনিয়নের কুমড়াখালী মাফি-নাফি এগ্রো ফার্মের সামনে থেকে গাঁজাসহ সাদ্দাম হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেতাগী থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানার এসআই করুন চন্দ্র বিশ্বাস আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে মাদক ব্যবসায়ী সাদ্দামকে গ্রেফতার করেন।
উপজেলার কুমড়াখালী ওই এগ্রো ফার্মের কাছে গাঁজা বিক্রি করছিল। এ সময় পুলিশ দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার। সাদ্দাম বরগুনার গিলাতলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন,’ সাদ্দামের কাছে ১০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। তাঁর থানায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের মামলা হয়েছে।’