বক্স অফিসের সাফল্যে পারিশ্রমিক নির্ধারণের দাবি কাজলের

লেখক:
প্রকাশ: ৬ years ago

বলিউডে নায়িকার চেয়ে নায়কের পারিশ্রমিক বেশি হওয়ায় অনেকেই অনেকসময়  প্রতিবাদ করেছেন। এবার এ বিষয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। লিঙ্গ বৈষম্য না করে ছবিটি বক্স অফিসে কতটা সফল হলো তার ভিত্তিতেই অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক নির্ধারন হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাজল বলেন, ‘পারিশ্রমিক নিয়ে বিতর্ক না করে বক্স অফিসের সাফল্যের উপর জোর দেয়া উচিত।  যে ছবি বক্স অফিস যত সফল হবে, সেই অনুযায়ী পারিশ্রমিক দেয়া উচিত অভিনতা-অভিনেত্রীদের।’

১৯৯২ সালে রাহুল রাউয়ালির সঙ্গে ‘বেখুদি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় কাজলের। ৯০ দশকের সবচেয়ে ন্যাচারাল অভিনেত্রী বলা হয় কাজলকে।

কাজের ফাঁকে প্রায়ই বিরতি দেন কাজল। এ ব্যাপারে কাজলের বক্তব্য হলো,’ আমি বিরতি নেবোই। প্রতিবছরই আমি বিরতি নিই। কারণ স্বাস্থ্য ঠিক রাখার জন্য কাজের ফাঁকে বিরতি নেয়াটা খুব দরকারী। সেই সঙ্গে পরিবারের সঙ্গে সময় কাটানোও গুরুত্বপূর্ণ।’

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে কাজলের বলেন, ‘আমি যা করেছি ঠিক করেছি। কিছু ভুল করেছি, কিছু কাজের জন্য প্রশংসা পেয়েছি। ভুলের চেয়ে বলা ভালো শিক্ষা পেয়েছি। কে কী বললো তা নিয়ে কখনোই মাথা ঘামায়নি। কোনো বিষয় নিয়ে আমার অনুতাপ নেই।’

কাজল আরও বলেন, তার মা তনুজা তাকে জীবনের চলার পথে অনুপ্রেরণা জুগিয়েছেন।

কাজল আর অজয় দেবগান ১৯৯৯ সালে বিয়ের পিঁড়িতে বসেন। তাদের নাইসা ও যুগ নামে দুই ছেলেমেয়ে রয়েছে।