ফেসবুক ডাউন!

লেখক:
প্রকাশ: ৫ years ago

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ডাউন হয়েছে। ছবি, পোস্ট ও ভিডিও দেখতে এবং লগইন করতে সমস্যা হচ্ছে। একই সমস্যা হচ্ছে হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রামে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এ সমস্যা দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা।

ডাউন ডিটেক্টর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সকাল ৮টার পর থেকে বিশ্বজুড়ে এ সমস্যা দেখা দেয়। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানের ব্যবহারকারীরা বেশি ভোগান্তিতে পড়েন।

বিশ্বজুড়ে ব্যবহারকারীদের বিরূপ মন্তব্যের পর ফেসবুক কর্তৃপক্ষ টুইটারে এক পোস্টে লিখেছে, ‘কারিগরি সমস্যার কারণে ফেসবুক ব্যবহারকারীদের সাময়িক ভোগান্তির জন্য আমরা দুঃখিত। তবে সাময়িক এ সমস্যা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি।’

তবে রাত ১০টার দিকে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের বেশ সমস্যায় পড়তে দেখা যায়। ফেসবুকে ঢুকতে অনেক সময় নিচ্ছে। পোস্ট দেখা যাচ্ছে না।

রবিন গ্রিমা নামের একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘আমি কোনো স্টরি আপলোড করতে পারছি না, ছবি পাঠানো যাচ্ছে না। কোনো ছবিও অপেন হচ্ছে না। অধিকাংশ পিপল আইকন ব্লাংক দেখাচ্ছে। পোস্টও দেখা যাচ্ছে না।’