ফরিদপুরে ভাঙ্গায় গোসল করতে গিয়ে ৩ ভাইবোনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৭ years ago

ফরিদপুরের ভাঙ্গায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হল বাশার মাতুব্বরের কন্যা মীম (৩) ও তার ছোট ভাই জমির মাতুব্বরের কন্যা জেনী (৬), ছেলে সাজ্জাদ (৪)।

সাজ্জাদ প্রথম শ্রেণি ও জেনী দ্বিতীয় শ্রেণিতে সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

ভাঙ্গা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, জমির আলী সদরপুর বাজারে ফল বিক্রি করে সংসার চালাত। সবার অজান্তে তারা গোসল করতে গেলে একে একে ৩ জনই গভীর পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৩টায় পানি থেকে তাকে উদ্বার করে তাদেরকে সদরপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন। ৩ ভাই বোনের করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুর উর রহমান ঘটনাস্থলে পৌঁছিয়ে গভীর শোক প্রকাশ করেন এবং সরকারি তহবিল হতে দুই পরিবারকে নগদ ৩০ হাজার টাকা তুলে দেন।