দেন। পরে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রেমিককে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ওই শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ওই প্রেমিকের নাম মো. ইব্রাহিম সরকার (২৫)। তিনি ভূঞাপুর উপজেলার সার পলশিয়া গ্রামের মো. হাফিজুল ইসলামের ছেলে।
র্যাব-১৪ এর ৩নং কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ইব্রাহিম সরকার জিজ্ঞাসাবাদে জানায়, প্রেমিকা বিয়ে করার জন্য তার কাছে ৩ লাখ টাকা দাবি করেন। সেই টাকা পূরণ করতে গত ২০ ফেব্রুয়ারি গাজীপুরের জয়দেবপুর উপজেলার শিরিরচালা এলাকা হতে এক কন্যা শিশুকে (১০) ভালো খাবার ও ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে ইব্রাহিম। পরে তাকে প্রথমে সিরাজগঞ্জ ও পরবর্তীতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সার পলশিয়া তার এক আত্মীয়ের বাসায় রাখেন। তার প্রেমিকার দাবি পূরণ করতে শিশুর মার কাছে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না পেলে শিশুকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় শিশুর মা টাঙ্গাইল র্যাব অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে র্যাবের চৌকস আভিযানিক দল বিকেলে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকায় অভিযান পরিচালনা করে শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে। ওই প্রেমিকার বাড়ি কোথায় ও তাদের সঙ্গে কত দিনের প্রেম ছিল তা জানা যায়নি।
তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।