প্রশ্ন ফাঁসের খবর গুজব : শিক্ষামন্ত্রী

:
: ৬ years ago

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে ফেসবুকে বাংলা প্রথম পত্রের ‘খ’ সেটের প্রশ্ন ফাঁসের খবর রটানোকে মিথ্যা এবং গুজব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, প্রশ্নের মতো দেখতে হলেও এর সঙ্গে আজকের পরীক্ষার প্রশ্নের কোনো মিল নেই।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ফেসবুকে বাংলা প্রথম পত্রের খ সেটের প্রশ্ন ফাঁস হয়েছে বলে যে পোস্ট করা হয়েছে এটি মিথ্যা এবং গুজব। প্রশ্নের মতো দেখতে হলেও এর সঙ্গে আমরা আজকে পরীক্ষার প্রশ্ন মিলিয়ে দেখেছি কোনো মিল নেই।

তিনি আরও বলেন, ইতিমধ্যে এই পোস্টের বিরুদ্ধে ব্যবস্থ গ্রহণের জন্য বিটিআরসি ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা কার্যক্রম শুরু করে দিয়েছে বলেও তিনি জানান।