 
                                            
                                                                                            
                                        
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের ভোটার হলে সবার আগে তার কাছে গিয়ে ভোট চাইতেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
তিনি বলেছেন, ‘আমি সবার কাছে ভোট চাইবো। প্রধানমন্ত্রী তিনবার আমার কথা বলেছেন। তিনি নারায়ণগঞ্জের ভোটার হলে সবার আগে তার কাছে গিয়ে ভোট চাইতাম। আইভী প্রার্থী না হলে আইভীর ভোটও চাইতাম।’
শনিবার (৮ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিক বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তৈমূর আলম খন্দকার বলেন, ‘তাকে (আইভী) নাকি কেউ সাপোর্ট দেয় না, এখানে আমি কী করবো? তাদের এমপি, দলের নেতাকর্মীরা যদি তাকে সাপোর্ট না দেয় তাতে আমার করার কিছু নেই। সিটি করপোরেশনে অতিরিক্ত তিন চারগুণ ট্যাক্স দিতে গিয়ে তো তারাও ভুক্তভোগী।’
তিনি বলেন, ‘আমি জনগণের প্রার্থী। জনগণের চাহিদার কারণেই আমাকে প্রার্থী হতে হয়েছে। পৌরসভা ও সিটি করপোরেশন মিলিয়ে নারায়ণগঞ্জ গত ১৮ বছর ধরে এক ব্যক্তির হাতে। এতে ঠিকাদারদের সিন্ডিকেট শক্ত হয়েছে কিন্তু নগরবাসীর সেবা বৃদ্ধি পায়নি। ফলে নগরবাসী এখন ঐক্যবদ্ধ। এখানে একেকজন একেক দল করে। কিন্তু ডান বাম সবাই আমার পাশে।’
তৈমূর আরও বলেন, ‘নারায়ণগঞ্জের নাগরিকদের জিম্মাদারি কার কাছে হেফাজতে থাকবে এটা দেখার দায়িত্বও তাদের। সে হিসেবে তারা সিদ্ধান্ত নেবে। আমি বিএনপি কী বিএনপি না এটা নারায়ণগঞ্জের বিএনপি নেতাদের জিজ্ঞেস করেন। আমাকে বিএনপি বহিষ্কার করেনি। তারা আমাকে সুযোগ করে দিয়েছে সব দলের সমর্থন যেন আমি পাই।’