 
                                            
                                                                                            
                                        
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়া ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় থেকেই ক্রীড়ার প্রতি বিশেষ দৃষ্টি দিয়েছেন।
তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে ক্রীড়া প্রতিযোগিতা চালু করেছেন। ছোট সময় থেকেই যেন ছেলেমেয়েরা ক্রীড়ার প্রতি ধাবিত হয় তার জন্য তিনি এই ব্যবস্থা করেছেন।
আজ শুক্রবার ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. বদরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো. শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। এসময় স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের মাঠে ৪০টি ইভেন্টে দেড় শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমির হোসেন আমু এমপি।