প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দীন আহমদের ছেলে-মেয়ের সাক্ষাৎ

লেখক:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দীন পরিবার।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন তাজউদ্দীনের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ ও ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ।

এ সময় শারমিন আহমদের লেখা, ‌‘তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা’ বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন তাঁরা।

১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুরের দরদরিয়া গ্রামে জন্ম নেন তাজ উদ্দিন আহমেদ।