সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার দল প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে অপ্রাসঙ্গিক হিসাবে বিবেচনা করছে। শনিবার হ্যালি তার নিজ রাজ্য সাউথ ক্যারোলিনায় রিপাবলিকান প্রাইমারিতে পরাজয়ের পর ট্রাম্পের দল এ সিদ্ধান্ত নিয়েছে।
ট্রাম্প এ পর্যন্ত পাঁচটি রিপাবলিকান মনোনীত প্রতিযোগিতায় সহজেই জয়লাভ করেছেন। মধ্যপশ্চিম, উত্তর-পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম রাজ্যে বিজয়ী হয়েছেন এবং দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর হ্যালিকে শনিবার পরাস্ত করেছেন। তবে হ্যালি এরপরও বাকী প্রাইমারিগুলোতে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।
ট্রাম্পের উপদেষ্টারা জানিয়েছেন, তারা হ্যালিকে উপেক্ষা করার পরিকল্পনা করছেন। কারণ হ্যালিকে গুরুত্ব দিলে এমন একজন প্রার্থীর পক্ষে প্রচার হবে যার আদতে রিপাবলিকান প্রেসিডেন্টি প্রার্থী মনোনয়নের কোনও স্পষ্ট পথ নেই।
শুক্রবার ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সহ-ব্যবস্থাপক ক্রিস লাসিভিটাকে হ্যালি সম্পর্কে জিজ্ঞাসা করার হলে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘নিকি কে?’