 
                                            
                                                                                            
                                        
প্রতিদিন ১০ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করছে ফেইসবুক। প্রতারণা, বিদ্বেষমূলক পোস্ট এবং ও স্প্যাম ছড়ানোর অভিযোগে গোটা বিশ্বজুড়ে এই অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফেসবুকের তরফে তাদের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এই কথা জানিয়েছেন।
গোটা বিশ্বে ২০০ কোটিরও বেশি মানুষের ফেইসবুক প্রোফাইল রয়েছে। তারা প্রত্যেকে কী ধরনের ‘কনটেন্ট শেয়ার’ করছেন সেটার ওপরে পুঙ্খানুপুঙ্খ নজর রাখা কার্যত অসম্ভব বলেই মনে করছে ফেইসবুক। আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও সব পোস্ট ডিলিট করা যাচ্ছে না। তাই বাধ্য হয়েই বারবার একই রকম খারাপ পোস্ট করা হচ্ছে যে অ্যাকাউন্ট থেকে সেগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে।
কারণ হিসাবে ফেইসবুকের তরফ থেকে জানানো হয়েছে, ফেইসবুকের নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠেছে বিভিন্ন দেশে। তাদের নিজস্ব কী নীতি রয়েছে সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে। কোনটা পোস্ট করা যেতে পারে, আর কোনটা করা যেতে পারে না তা নিয়ে কোনও নির্দেশিকা নেই। যে সমস্ত দেশে ফেসবুক চলে সেখানকার কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। ফলে সবমিলিয়ে পরিস্থিতি অনেক সময় হাতে বাইরে চলে যায়। এই সমস্যা কাটাতে আগামীদিনে অশ্লীল কনটেন্ট সরিয়ে ফেলতে বিশ্বজুড়ে ৩ হাজার কর্মী নিয়োগ করবে ফেইসবুক।