পেলের যে বিশ্বকাপ কীর্তি এখন এমবাপ্পেরও

লেখক:
প্রকাশ: ৬ years ago

জোড়া গোল করে ৫০ বছর পুরোনো রেকর্ড ছুঁলেন এমবাপ্পে। ফরাসি এই ফরোয়ার্ডের যে বিশ্বকাপ কীর্তি এর আগে ছিল ব্রাজিল কিংবদন্তি পেলের তাঁর চেহারায় এখনো শৈশবের মায়াকাড়া ছায়াটা ভীষণভাবে মিশে আছে। এই চেহারা নিয়েই কেমন খুনে হয়ে উঠতে পারেন কিলিয়ান এমবাপ্পে! তা অবশ্য শুধু ফুটবল মাঠে। বল পায়ে যে অবিশ্বাস্য গতিতে প্রতিপক্ষের রক্ষণ তছনছ করে ফেলতে পারেন; সেই ক্ষমতার সঙ্গে অনেকে মিল খুঁজবেন রোনালদোর। ব্রাজিল কিংবদন্তি রোনালদো। অবশ্য একটু ভালো করে খুঁজলে এমবাপ্পের মুখে আরেকজনের আদল খুঁজে পাওয়া যায়। পেলের কৈশোরের ছবিটাকে পাশে রেখে এমবাপ্পের ছবিটা স্রেফ সাদাকালো করে দিন!

আজ আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারানোর ম্যাচে পেলের একটা কীর্তিও ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। ১৯ বছর ৬ মাস বয়সী এই ফরোয়ার্ড আজ ৫ মিনিটের মধ্যে জোড়া গোল করেছেন। বিশ্বকাপের এক ম্যাচে এত কম বয়সে জোড়া গোল করার কীর্তি আর আছে কেবল পেলের। ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। ১৭ বছর ৮ মাস বয়সে বিশ্বকাপে জানান দিয়েছিলেন, কী এত বিস্ময় প্রতিভা আসতে যাচ্ছে।

পেলে শেষ পর্যন্ত ক্যারিয়ারের ইতি টেনেছিলেন তিনটি বিশ্বকাপ জিতে। এমবাপ্পের এ তো মাত্রই শুরু। তবে রিয়াল মাদ্রিদের মুখে গ্রাস থেকে ছিনিয়ে নেওয়া পিএসজির এই খেলোয়াড় ফুটবলে আগামীর সবচেয়ে বড় তারকা যে হতে যাচ্ছেন, তার সাক্ষী হতে শুরু করল এবারের আসর। এখন পর্যন্ত ৫টি শট নিয়েছেন গোলে। দুবার গোলরক্ষক ঠেকিয়েছে। বাকি তিনটাই গোল। সামনে শেষ আটের লড়াই। এমবাপ্পের নিজেকে আরও ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

আর বাকি ভবিষ্যৎ তো পরেই রইল সামনে!