বরিশাল কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজুর রহমান পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে পদোন্নতি পেয়েছেন ।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান-বিপিএম (বার) মোস্তাফিজুর রহমানকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এসময় বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রচল চিসিম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ডিসি/ট্রাফিক) খাইরুল ইসলাম।
উল্লেখ্য কোতয়ালী মডেল থানায় দায়িত্ব কালীন সময়ে মোস্তাফিজুর রহমান মাদক নিয়ন্ত্রণ ও বিভিন্ন ধরনের নাশকতামূলক ঘটনা নিয়ন্ত্রণসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছিলেন।যার ধারাবাহিকতায় পুরস্কারও পেয়েছেন।