পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই ব্যবসা শুরু করার অনুমতি পেয়েছে সৌদি নারীরা। রবিবার সৌদি সরকার এ সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে টেলিগ্রাফ।
এর আগে ব্যবসা করার জন্য সৌদি নারীদের অভিভাবকের অনুমতির প্রয়োজন হতো এবং কোম্পানি প্রতিষ্ঠার জন্য আরও নানা আনুষ্ঠানিকতার দরকার হতো। নতুন আইনে সবকিছু ইলেক্ট্রনিক্যালি সম্পন্ন হবে আর এখন থেকে বিশেষ অনুমতিরও প্রয়োজন পড়বে না।
সৌদি সরকারের নেতৃত্বে ক্রাউন প্রিন্স সালমানের আগমনের পর থেকেই দেশটির রক্ষণশীল সমাজে আধুনিকতার ছোয়া লেগেছে। টুইটারে দেয়া নারীদের ব্যবসা শুরু সংক্রান্ত সরকারি ঘোষণায় বলা হয়েছে, ‘অভিভাবকের অনুমতির আর প্রয়োজন পড়বে না। সৌদি নারীরা এখন থেকে মুক্ত। তারা এখনন থেকে স্বাধীনভাবে নিজের ব্যবসা খুলতে পারবে।’
‘নো নিড’ (কোনা প্রয়োজন নেই) হ্যাশট্যাগ দিয়ে টুইটটি করেছেন সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয়ের মুখপাত্র।