 
                                            
                                                                                            
                                        
লক্ষ্মীপুরে একটি মালবাহী পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইব্রাহিম মিয়া (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম শরিয়তপুরের নড়িয়ার মাইজপাড়া গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে। তিনি ডাচ্ বাংলা ব্যাংকের চন্দ্রগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিয়তপুর থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে ফিরছিলেন ইব্রাহিম। দুপুর সোয়া ১২টার দিকে লক্ষ্মীপুর জেলা কারাগারের সামনে এলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।’