পাকিস্তানে ভারতীয় দূতকে তলব

লেখক:
প্রকাশ: ৫ years ago

বিতর্কিত কাশ্মীর উপত্যকায় ভারত পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখায় (এলওসি) ভারতীয় সেনাদের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে এক বেসামরিক নাগরিকের মৃত্যুতে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় দূতকে তলব করেছে ইমরান খানের সরকার। দেশটির জাতীয় দৈনিক ডনের অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, ‘ভারতীয় ‘চার্জ ডি অ্যাফেয়ার্স’ গৌরব আহলুওয়ালিয়াকে মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সার্ক বিষয়ক মহাপরিচালক জাহিদ হাফিজ চৌধুরী তলব করেছেন। তাকে তলব করে গত ১১ জানুয়ারি যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে চরম ক্ষোভ জানানো হয়।’

মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘মহাপরিচালক জাহিদ হাফিজ গৌরব আহলুওয়ালিয়াকে তলব করে ওইদিন কোটকোটেরা এবং কারেলা সেক্টরে ভারতীয় বাহিনীর এলওসিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো গুলিতে এক বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়ে জবাবদিহিতা চাওয়া হয়।’

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের জাহিদ হাফিজ চৌধুরী নামের ওই মহাপরিচালক বলেন, ‘লাইন অব কন্ট্রোলে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ভারতীয় বাহিনীর বোধবিচারহীন আচরণ ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এটা আন্তর্জাতিক মানবাধিকার ও প্রথার লঙ্ঘন, যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।’

তিনি আরও বলেন, এরকম আচরণের মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত জম্ম-কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনের মতো ন্যাক্কারজনক বিষয়টি থেকে মানুষের মনযোগ ফেরাতে পারবে না। প্রসঙ্গত, আগস্টে মোদি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ বাতিলের পর এলওসিতে এরকম ঘটনা অনেকবার ঘটেছে।