![](https://bangla.earthtimes24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বিজয়ের সাস ডিসেম্বর। এ মাসে লাল সবুজের পতাকা দেখতে সবারই ভালো লাগে।
সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে জাতীয় পতাকা বিক্রি করেন দেলোয়ার হোসেন। বয়স ৬০ বছর। বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।
গত কয়েকদিন যাবত বেতাগী পৌর শহরে ঘুরে ঘুরে পতাকা বিক্রি করে সকলের নড়রে পড়েন। আজ শনিবার বিক্রি বেতাগী বাসস্ট্যান্ডে কথা হয় দেলোয়ারের সাথে ।
দেলোয়ার বলেন, পতাকা বিক্রি করে পরিবারের ৫ সদস্যের ভরন পোষণ করা হয়।
আমি পতাকা তৈরির সরকারি নিয়ম অনুসরণ করি । ‘ দেশের বিভিন্নস্থানে পতাকা বিক্রি করে উর্পাজিত অর্থ দিয়ে পরিবারের স্ত্রী, ৩ ছেলে মেয়ের পড়ালেখার খরচ চালান।