পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রথম ৬ জন করোনা রোগী আক্রান্ত হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা সাংবাদিকদের নিশ্চিত করেন ছয়জনের মধ্যে পাঁচজন কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজে হোম কোয়ারেন্টিনে থাকা এবং কালিশুরির আরেকজন করোনায় আক্রান্ত হয়।
ঢাকা থেকে আগত পাঁচজনকে কলেজেই প্রাতিষ্ঠানিক আইসোলেশন রেখে চিকিৎসা দেওয়া হবে।
উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) নারায়নগঞ্জ থেকে অ্যাস্বুলেন্স করে রোগী সেজে ৬ জন উপজেলার কালাইয়া ইউনিয়নে আসেন।
খবর পেয়ে প্রশাসন ওই ইউনিয়নের চেয়ারম্যানকে সাথে করে অ্যাম্বুলেন্সটিকে জব্দ করে এবং ওই ছয় যাত্রীকে আটক করে উপজেলার ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের একটি শ্রেণীকক্ষে হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করেন।
তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য ঢাকার রোগতত্ত্ব ও গবেষনা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়।
অপর একজন উপজেলার কালিশুরিতে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল চিকিৎসা করতে টেস্টে ধরা পরে।