পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের প্রভাষক ও সাংবাদিক শহিদুল ইসলামের ওপর সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও ডি.আইজি বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ কলেজ-শিক্ষক সমিতি (বাকশিস) বরিশাল আঞ্চলিক পরিষদ ও নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
কলেজ-শিক্ষক পরিষদ বরিশাল বিভাগীয় আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে হামলাকারী সন্ত্রাসীদের বিচারের দাবী করে বক্তব্য রাখেন মুহাঃ মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম, হারুন অর রশিদ, অধ্যক্ষ হানিফ, অধ্যাপক আমিনুর রহমান খোকন প্রমূখ।
উল্লেখ্য গত ৫ই অক্টোবর বিকালে সন্ত্রাসী ও ভূমিদস্যু এইচ.এম. আব্দুর রহিম মুকুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী শাহিনের বসত ঘরে প্রবশ করে শহিদুল ইসলাম শাহিন ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা শাহিনুর আক্তারকে আহত করে।
শহিদুল ইসলামের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে।