নীতি-নৈতিকতার সঙ্গে আপস করিনি: বিদায়ী তথ্যসচিব

লেখক:
প্রকাশ: ২ years ago

সদ্য বিদায়ী তথ্যসচিব মো. মকবুল হোসেন বলেছেন, যতদিন বেঁচে আছি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাঁচবো। আমি জীবনে নীতি-নৈতিকতার সঙ্গে কখনও আপস করিনি।

সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আবেগাপ্লুত হয়ে বিদায়ী তথ্যসচিব বলেন, এ রকম অবস্থার জন্য আমি কখনও প্রস্তুত ছিলাম না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। অনিয়ম, দুর্নীতিসহ তার বিরুদ্ধে যেকো‌নও অভিযোগ অস্বীকার করেন তি‌নি।

চাক‌রির মেয়াদ আরও একবছর থাক‌তেই রোববার (১৬ অক্টোবর) তথ্যসচিব মো. মকবুল হোসেনকে জনস্বার্থে চাকরি থেকে অবসরে পাঠা‌নো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে (৫৫১৪) সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

একবছর আগে তথ‌্য মন্ত্রণাল‌য়ের মত গুরুত্বপূর্ণ মন্ত্রণাল‌য়ের স‌চিব মকবুল হো‌সেন‌কে একবছর আগেই অবস‌রে পাঠা‌নোর ঘটনায় আলোচনার ঝড় ওঠে‌ছে। এ বিষয়ে সরকা‌রের কেউ মুখ খুল‌ছেন না। জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের শীর্ষ কর্মকর্তারাও নীরব র‌য়ে‌ছেন।