গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ সহযোগিতা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর ধানমিন্ডতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, গাজীপুর সিটিতে এখনও পর্যন্ত কোনও সংঘাত ঘটেনি। সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। উৎসাহ উদ্দীপনা নিয়ে কাল (মঙ্গলবার) ভোটাররা ভোট দিতে যাবেন।
তিনি বলেন, নির্বাচন নিয়ে র্নিাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সহযোগিতা করছে।
ভোটারদে প্রতি আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, যাকে খুশি ভোট দেবেন; সরকার কোনও হস্তক্ষেপ করবে না।
গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপির অভিোযাগের ব্যাপারে তিনি বলেন, এসব তাদের পুরনো ভাঙা রেকর্ড। নির্বাচন এলেই তারা নানা অভিযোগ করে।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন- দলের যুগ্ম সাধারণ সম্পদাক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাকদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।