 
                                            
                                                                                            
                                        
ক্রেডিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করে ঘরে বসেই নিজের মোবাইল থেকে কেনা যাবে দেশের সব এয়ারলাইন্সের টিকিট।
এভিএটা ডটকম.বিডি (aviata.com.bd) নামের অনলাইন পোর্টালে প্রবেশ করে এ সুবিধা পাওয়া যাবে। এই সাইট থেকে দেশ-বিদেশের যে কোনো এয়ারলাইন্সের টিকিট কেনা যাবে মোবাইল অথবা ডেক্সটপ থেকে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সৌরভ ইসলাম বলেন, বাঙালি ভ্রমণ করতে পছন্দ করেন। কিন্তু ভ্রমণ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়। তাই এভিএটা সহজ উপায়ে কম খরচে দিচ্ছে প্লেনের টিকিটসহ আরও অনেক অফার।
এ সেবার ফলে ওমরা হজে উড়োজাহাজ যাত্রীদের দুর্ভোগ কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিজ্ঞপ্তি।