ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিজের বাড়িতে ঢুকতে না পেরে গেটের সামনে স্ত্রীকে নিয়ে অবস্থান করছেন রায়হান আলী (২৭) নামের এক প্রবাস ফেরত যুবক।
শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, রায়হান ও তার স্ত্রী বাড়ির গেটের সামনে খড়কুটো বিছিয়ে বসে আছেন। শুক্রবার সকাল থেকেই সেখানে অবস্থান করছেন তারা।
চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের উজিরমুনি গ্রামে। অন্যদিকে গেটে তালা মেরে পরিবারের অন্য সদস্যরা বাড়ির ভেতরেই আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান ওই গ্রামের আইজুল ইসলামের ছেলে। তিনি প্রায় পাঁচ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া যান। ছয় মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন।
রায়হান অভিযোগ করে বলেন, ‘বিদেশে থাকাকালীন সময়ে প্রতি মাসে ৪০-৫০ হাজার টাকা বাড়িতে পাঠিয়েছি। সেই টাকা দিয়ে পরিবারে সচ্ছলতা ফিরেছে। বাড়ি নির্মাণ করা হয়েছে, বাবা ও তিন ভাই একটি করাত কল দিয়েছে। শ্বশুর বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়ে সেটিও বাবাকে দিয়েছি। এখন বাবা প্রায় ৩ মাস হলো তুচ্ছ ঘটনায় স্ত্রীসহ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। স্ত্রীকে নিয়ে কোথায় যাবো, তাই বাড়ির গেটের সামনে অবস্থান নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘যখন বিদেশ থেকে টাকা পাঠাতাম, তখন আমি সবার কাছে ভালো ছিলাম। এখন বাড়িতে ফেরার পর খারাপ হয়ে গেছি। পরিবারের সদস্যরা এখান থেকেও মারধর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমি ও আমার স্ত্রী যাইনি।’
এদিকে রায়হানের মা, মামা ও মামির অভিযোগ, ছেলে আমাদের কথা শোনে না। তাই তাকে বাড়িতে ঢুকতে দেব না।
রায়হানের বাবা আজিজুল ইসলাম বলেন, ‘ছেলে ও বউকে বাড়িতে রাখব না। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ৪ শতক জমি রেজিস্ট্রি ও ১ লাখ টাকা দিয়েছি অন্য জায়গায় বাড়ি করার জন্য। ছেলে আমার সম্মান রাখেনি। ওই ছেলেকে আর ঘরে তুলবো না।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন মিঞা বলেন, ‘এর আগেও বাবা-ছেলের মধ্যে ঝগড়ার সূত্রপাত হলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মীমাংসা করে দেওয়া হয়। ফের ঝামেলা দেখা দিয়েছে। পারিবারিক বিষয়ে খুব বেশি কিছু করার নেই।’