নিখোঁজ শিক্ষকের মরদেহ উদ্ধার, নেপথ্যে দ্বিতীয় স্ত্রীর পরকীয়া

লেখক:
প্রকাশ: ৫ দিন আগে

ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুই দিন পরে মাদরাসা শিক্ষক শেখ আল কালাম আজাদের (৫৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের কোঠরাকান্দি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহতের ডান কানের পাশে আঘাতের চিহ্ন রয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

নিহত শেখ আল কালাম আজাদ মধুখালীর মেগচামী ইউনিয়নের চরবামুনদি ইয়াসিন আলী দাখিল মাদরাসার ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি মধুখালী উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুলের বাবা।

তানভীর আহমেদ শিমুল জানান, গত ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে বিল‌আড়ালিয়া বাজার থেকে নিখোঁজ হন তার বাবা। এ ঘটনায় সোমবার মধুখালী থানায় জিডি করেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, জিডির সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য আল কালাম আজাদের দ্বিতীয় স্ত্রী তিথি আক্তার (২৮), তার শাশুড়ি ও মেগচামীর খালপাড়ি গ্রামের সোহরাব শেখের ছেলে রাসেল শেখকে (২৮) থানায় নিয়ে আসা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নিখোঁজের ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানায় পুলিশ।

নিহতের ছেলে তানভীর আহমেদ শিমুল দাবি করেন, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে।

মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।