নারী হকিতে বাংলাদেশের প্রথম জয়

লেখক:
প্রকাশ: ৫ years ago

নারী হকিতে প্রথম জয় পেল বাংলাদেশ দল। মঙ্গলবার সিঙ্গাপুরে চলমান এএইচএফ অনুর্ধ-২১ নারী হকি টুর্নামেন্টে বাংলাদেশ ২-০ গোলে শ্রীলংকাকে হারিয়েছে।

নারী হকির যাত্রা শুরু হওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় দেখল বাংলাদেশ দল। দলের পক্ষে একটি করে গোল করেন অধিনায়ক রিতু খানম ও তারিন আক্তার।

সিঙ্গাপুর যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক রিতু খানম বলেছিলেন, ‘আমরা অনন্ত একটি ম্যাচ জিতে ফিরতে চাই।’ অধিনায়কের প্রত্যাশার সেই জয়টা ধরা দিলো দ্বিতীয় ম্যাচেই।

বাংলাদেশ বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ খেলবে হংকংয়ের বিরুদ্ধে।