জোর পুর্বক জমি জবর দখলের অপচেষ্টা. নানাভাবে নির্যাতন. ও সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে তিন অবাধ্য পুত্রের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় গতকাল মামলা দায়ের করেছেন তাদের মাতা ফুলবাবু বিবি। ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় হচ্ছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউপির দিঘির পাড় গ্রামের তোয়াজ উল্লার পুত্র সৌদি প্রবাসী আ: ছালাম ( ৪৫) পিতা মাতার অমতে বিয়ে করে দীর্ঘ ২২ বছর যাবৎ নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলো। সম্প্রতি ছালাম সৌদি আরব থেকে দেশে ফিরে নিজ মাতা ও ভাই- বোনের সাথে কোন যোগাযোগ না করেই পরিবারের অপর দুই ভাই আলেক উদ্দিন ( ৪৮), দিলাছ উদ্দিন ( ৩২)এর সাথে জোট বেঁধে পরিবারের অন্যান্য সদস্যেদের নির্যাতন, বাবা সকল জমি জবর দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে।
গত ২৬ নভেম্বর শনিবার ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বরাবরে তাদের মাতা ফুলবানু বিবির এক অভিযোগ করেন এর প্রেক্ষিতে গত ২৬ নভেম্বর ২০১৭ ইং শনিবার সকাল ১১ টার সময় দিঘির পার ফুলবানু বিবির বাড়ীতে এ বিষয়ে এক জরুরী সালিশ সভা বসে। উক্ত সভায় উপস্থিত ছিলেন, ইনাতগঞ্জ- ইউপির চেয়ারম্যান বজলুর রশিদ বজলু, সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান, মাসুদ আহমদ জেহাদী, বিশিষ্ট শালিশ বিচারক মো: ছাদ উল্লাহ,আমিনুর রহমান সহ এলাকার মান্য গন্য ব্যক্তিবর্গ। উক্ত সভায় সর্ব সম্মতি ক্রমে উভয় পক্ষ ও উপস্থিত মুরব্বিয়ান এই সিদ্ধান্তে উপনীত হন যে, চেয়ারম্যান বজলুর রশিদ তার মনোনীত বিজ্ঞজন কে নিয়ে সিদ্ধান্ত নিবেন উভয় পক্ষ তা মানতে বাধ্য থাকিবে। চেয়ারম্যান বজলুর রশিদ এই মর্মে উভয় পক্ষের কাছ থেকে একাটি লিখিত মুচলেখা নেন।
কিন্তু উভয় পক্ষ বিচারাধীন থাকাবস্থায় ছালাম, আলেক ও তার সহযোগীরা ফুলবানু বিবির অন্যান্য পুত্র ও কন্যাদের ভুমিতে খুঁটি স্থাপনের পাশাপাশি ফুলবানু বিবির তৃতীয় পুত্র সাংবাদিক আহমদ আবুল কালামের পৃথক আলাদা ভুমির উপর প্রায় ৪০ হাজার টাকা মুল্যের একটি মেহগনি গাছ ছালাম ও আলেক গংরা কেটে নেয়। এসময় উভয় পক্ষে উত্তেজনা দেখা দিলে মাতা ফুলবানু বিবি পুলিশ ডাকতে বাধ্য হন। এসময় পুলিশের উপস্থিতি জানতে পেয়ে ছালামগংরা সঠকে পড়ে। অবশেষে ফুলবানু বিবি তার নিজ পরিবারের জান- মাল রক্ষা সহ তার শান্তি প্রিয় পরিবারে নিরাপত্তার জন্য বিপথগামী পুত্র আব্দুস ছালাম, আলেক উদ্দিন ও দিলাছ উদ্দিন কে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে ইনাতগঞ্জ- ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ বজলু জানান,এ বিষয়টি ফুলবানু বিবির স্বামির জীবদ্ধশায় জায়গার বিষয়টি অনেকটাই মিমাংসিত। বাকী বিষয়টিও আইন অনুযায়ী সমাধা সহজ। আমার কাছে বিষয়টি বিচারাধীন থাকাবস্থায় ছালাম গংরা যে ঘৃন্য অপরাধ করেছে তা দু:খ্যজনক তা শাস্তিযোগ্য। তা বিচারের আওতায় আনা হবে।
ফুলবানু বিবি অভিযোগ করে বলেন, এলাকায় এক ব্যক্তি এঘটনায় ইন্ধন যোগাচ্ছে। আমি বাধ্য হয়ে নবীগঞ্জ থানায় আমার অবাধ্য তিন পুত্রের বিরুদ্ধে মামলা করেছি। এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান বলেন, আমরা তিন পুত্রের বিরুদ্ধে মায়ের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে। তিন পুত্র মাকে নির্যাতন করছে বলে আমরা এলাকার অনেকেই বলছেন। সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।