নগরীর মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র অফিস থেকে ১৬ জুয়ারী আটক

লেখক:
প্রকাশ: ৭ years ago

নগরী থেকে জুয়া মুক্ত করতে কঠোর অবস্থানে পুলিশ কমিশনার রুহুল আমিন।গত ৩ দিনে কোতয়ালী পুলিশ ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে নগরী থেকে ৫০ জনের অধিক জুয়ারু আটক হয়েছে।গতকাল নগরীর কাটপট্টি রোড এলাকার হোটেল এ্যাথেনার পাশে ৩য় তলা একটি বাড়ির ২য় তলায়

বরিশাল মুক্তিযোদ্ধা পূর্নবাসন কেন্দ্র  নামক  সাইনবোর্ড লাগানো অফিসে অভিযান চালিয়ে ১৬ জুয়াড়িকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল  রাত সাড়ে ৯টার দিকে শহরের কাটপট্টি এলাকার ওই অফিসটিতে এই অভিযান করা হয়। এই আটক অভিযানে নেতৃত্ব দেন মেট্রোপলিটন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। আটকরা হলেন- শাহ আলম (৬৫), সোহেল (৪৫), রাহাদ (৩৮), বন বিভাগের কর্মচারী নাসির (৩৭), টিটু (৪২), অপু (৪৭) এবং জামাল (৫০)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি। মেট্রোপলিটন ডিবি পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক জানান আটকের সময়  তাদের কাছ থেকে নগদ  ১৬০১০ টাকা, বেশ কয়েক বান্ডিল তাস, মাদকবদ্রব্য এং বেশ কয়েকটি মোবাইল ফোন  উদ্ধার করা হয়েছে।নগরীর আরও বেশ কয়েকটি স্পটে অভিযান চালানো হবে বলে জানায়  ডিবি পুলিশ।অন্যদিকে নগরীর প্যারারা রোডে একটি ডায়গনষ্টিক সেন্টার,ডিবি পুলিশের অফিসের নাকের ডগায় কালুশাহ সড়কে ও সিএন্ডবি সড়কের বেশ কয়েকটি স্থানে জুয়া ব্যবসা ওপেন সিক্রেট হলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না।