 
                                            
                                                                                            
                                        
নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার জেলার মান্দা ও পোরশা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে শনিবার দুপুরে উপজেলার দেলুয়াবাড়ি, চৌবাড়িয়া ও হোসেনপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ও চোলাই মদসহ মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এদিকে পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে উপজেলার বন্ধুপাড়া ও গাঙ্গুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার চোলাইমদ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।