 
                                            
                                                                                            
                                        
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ব দরবারে ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে উন্নয়নের রোল মডেল।
এক সময়ের তলা বিহীন ঝুড়ির দেশকে নিজের সবটুকু দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিশ্ব নন্দিত রাষ্ট্র নায়ক হিসেবে সাফল্যের দাবীদার।
মঙ্গলবার ২৪ নভেম্বর সকাল ১১ টায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাস্থ শাহপরীর দ্বীপের পোল্ডার নং-৬৮ এর সী-সাইড অংশের পুনঃনির্মাণ ও প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন শীর্ষক প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন কালে পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি এসব কথা বলেন।
এসময় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, ২৮৯ চট্রগ্রাম-১২ এবং মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।