 
                                            
                                                                                            
                                        
সাধারণত সড়কে দুটির গাড়ির সংঘর্ষের কথা শোনা যায়। অবশ্য দুইয়ের অধিক গাড়ির সংঘর্ষও যে হয় না তা নয়। কিন্তু এক সঙ্গে ৪৪টি গাড়ির সংঘর্ষ ভাবা যায় কি? অবিশ্বাস্য ঘটনা মনে হলেও এমনই একটি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। খবর খালিজ টাইমসের।
প্রতিবেদনে বলা হয়, ঘন কুশায়ার কারণে মঙ্গলবার সকাল ৮.০৮ মিনিটে আবু দুবাই-দুবাই রোডে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে ২২ জন আহত হলেও কেউ নিহত হয়নি। আহতদের মধ্যে দু’জন মারাত্মকভাবে, দু’জন মোটামুটি এবং ১৮ জন সামান্য আঘাতপ্রাপ্ত হন।
পুলিশ জানিয়েছে, ঘন কুশায়া থাকলেও গাড়িগুলো নিজেদের মধ্যে যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলাচল করছিল। তাই এই ‘মাল্টি কার’ দুর্ঘটনার জন্য চালকদের ব্যর্থতাকেও দায়ী করেছে পুলিশ।