দুদক একজন অভিভাবক হারাল

লেখক:
প্রকাশ: ৫ years ago

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে দুদক একজন অভিভাবক হারাল। দেশে দুর্নীতি প্রতিরোধ আন্দোলনে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী দুদকের পাশে এসে দাঁড়িয়েছেন বারবার। তিনি দুর্নীতি প্রতিরোধে যেসব পরামর্শ দিতেন, দুদকের কর্মকৌশলে তার প্রতিফলন ঘটত।

বঙ্গবন্ধু সেতু, পদ্মা বহুমুখী সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ দেশের বিভিন্ন বড় অবকাঠামো প্রকল্পে পরামর্শক প্যানেলের নেতৃত্বে থেকেছেন সিভিল ইঞ্জিনিয়ার জামিলুর রেজা চৌধুরী, যিনি মৃত্যুর আগ পর্যন্ত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ছিলেন।

১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিল ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। সোমবার রাতে ঘুমের মধ্যে তার ‘হার্ট অ্যাটাক’ হয়। ভোরের দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ৭৭ বছর বয়সী এই অধ্যাপকের।

একুশে পদক পাওয়া এই শিক্ষকের স্মরণে ইকবাল মাহমুদ বলেন, তিনি একাধারে ছিলেন স্বনামখ্যাত প্রকৌশলী, শিক্ষক, পরামর্শক অন্যদিকে ছিলেন উচ্চ নৈতিকতাসম্পন্ন অনুসরণযোগ্য এক অনন্যসাধারণ ব্যক্তিত্ব।

‘তার বহুমুখী প্রতিভা দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মপ্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রেখেছে।’

ইকবাল মাহমুদ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।