আর্মেনিয়া অভিযোগ করেছে, তুরস্ক তাদের একটি জঙ্গিবিমান ভূপাতিত করেছে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ করেছে।
তুরস্কের বিরুদ্ধে জঙ্গিবিমান ভূপাতিতের অভিযোগ এমন সময় করা হলো যখন আর্মেনিয়ার সঙ্গে প্রতিবেশী আজারবাইজানের বিতর্কিত নাগরনো-কারাবাখ এলাকা নিয়ে লড়াই চলছে। গত তিন ধরে চলা এই যুদ্ধে বেসামরিক নাগরিকসহ প্রায় ১০০ জন নিহত হয়েছে। এই যুদ্ধে আজারবাইজানকে সমর্থন দিচ্ছে তুরস্ক।
আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশসীমার মধ্যে সোভিয়েত আমলে তৈরি সুখোই-২৫ জঙ্গিবিমানটিকে ভূপাতিত করেছে একটি তুর্কি এফ-১৬। এ ঘটনায় সুখোই-২৫ এর পাইলট নিহত হয়েছে।