চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া আমিনের মৃত্যুরহস্য উদ্ঘাটনে তার ভিসেরা রিপোর্ট সুষ্ঠু ও নিরপেক্ষ রাখার দাবি জানিয়েছে তার পরিবারের সদস্যরা। চট্টগ্রাম প্রেস ক্লাবে সোমবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন এ দাবি জানান। তাসফিয়া হত্যায় তৃতীয় কোনো পক্ষের ইন্ধন বা সম্পৃক্ততা রয়েছে কি-না, তা খতিয়ে দেখতে প্রশাসনের আন্তরিকতাও কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে পরিবারের দাবি তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ আমিন। প্রকৃত রহস্য উন্মোচনের স্বার্থে এ ঘটনায় সন্দেহভাজন অপরাধীদের বয়সের বদলে অপরাধ বিবেচনায় নিতে আদালতের প্রতি অনুরোধ জানান তাসফিয়ার বাবা। তিনি প্রধান অভিযুক্ত আদনানের রিমান্ড মঞ্জুরের জন্যও অনুরোধ জানান।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের ভিসেরা রিপোর্ট পেতে দেরি হচ্ছে। রিপোর্ট পেলেই রহস্য উন্মোচন হবে।
গত ২ মে পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে বন্দরনগরীর অভিজাত সানসাইন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাসফিয়ার বন্ধু আদনান মির্জাকে আটক করা হয়। পরদিন বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের নবম শ্রেণির ছাত্র আদনানসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন তাসফিয়ার বাবা।