তানজিনা অন্ত’র কবিতা “রূপকথা”

লেখক:
প্রকাশ: ২ years ago

রূপকথা
তানজিনা অন্ত
আমি তোমার বিকেল হবো
তপ্ত ভীষণ রোদ না হয়ে
বিকেলবেলার গল্প হবো৷
আমি তোমার বৃষ্টি হবো
কেবল অনাসৃষ্টি হবো!
সন্ধ্যে নামার খানিক আগে
দূর আকাশের সিঁদুর হবো৷
ধোঁয়া ওঠা চায়ের কাপে
একটি দুটি চুমুক হবো৷
ভীষণ রকম অলস দিনের
উপন্যাসের পাতা হবো৷
আমি তোমার সুখ না হয়ে দুঃখ হবো৷
ছোট ছোট ভুলগুলোতে
আমিই তোমার সঙ্গ হবো৷
দুরারোগ্য ব্যাধি হবো৷
বুকের কাছের বোতাম হবো৷
সারা জীবন বয়ে চলা
গভীর কোনো ক্ষত হবো৷

——রূপকথা

তানজিনা অন্ত