৯ আশ্বিন’১৪২৭;২৪/০৯/২০
নিজেরে হারিয়ে খুঁজেছি তারে, সেকি দাঁড়িয়ে পথের মাঝে
ঝরা বকুলের পাশে কেটেছে প্রহর,সে আসেনি সকাল সাঁঝে।
কতকাল কেটে গেল প্রতীক্ষায়,যেন একটিবার বলবে,হ্যালো
রিং তো আর আসে না কানে,তুমি কেমন আছো তো ভালো?
ভোরের পাখিরা মুখর চারিধারে,দোয়েলের শীষে প্রাণবন্ত
চাঁদের পাণ্ডুর কাল এ কেমন সকাল,জানি না কি খবর আনে অন্ত!
যাবার বেলায় বলে গেলে,কিছু কথার হয়না জবাব
মুছো মান অভিমান কণ্ঠ শোনাও,একি শূন্যতা তোমার অভাব!
ওগো নিরুপমা তোমায় বুঝতে পারিনি,কালও কেটেছে দ্বিধাগ্রস্ত
তুমি এলে তাই ভুবন ভরেছিল,সাজালে সবই বিন্যস্ত।
মাছের ঝোল সে কেমন হবে,রান্নায় কি আমার খুউব পছন্দ
সবই জেনে নিলে সোহাগ ভরে,জীবনে দু’দিনেই দিলে ছন্দ!
কোথায় শপিং এ যাবে কি আছে দরকারী,যা কিছু সংসারে লাগে
সবই ছিল ভাবতেই সমাধান,কেউ যে এমনতো করেনি আগে!
দিবস ছন্দের রাত্রি আনন্দের,কেটে গেল কতনা সুখে
দমকা হাওয়ায় এক পলকে মিটে যায়,চাওয়ার সবকিছু দুঃখে!
কোনকালের কোন ভালোলাগা জন,উদয় হলো দু’জনার মাঝে
রূঢ় বাস্তব চোখের সামনে,প্রেমের ভগ্নাংশে ঘন্টা বাজে!
আমার আমিকে দু’জনাই চিনি,কারও অস্তিত্ব ভুবন পাড়ে
এ হৃদয় চিনেছে সবটুকু দিয়ে,যাবে ভ্রমরের গানে সেকি হেরে!
ভালোবাসার পরীক্ষা যেন চরম দীক্ষা, যারা উত্তীর্ণ শিক্ষা থেকে
আজও প্রতীক্ষা একটি কলের,কেন সামলে রেখেছো জোছনাকে?
#কবিস্বত্ব_সংরক্ষিত।