ট্রাম্পের সাবেক উপদেষ্টার বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

লেখক:
প্রকাশ: ৪ minutes ago

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টনের বাড়িতে তল্লাশি চালিয়েছে এফবিআই এজেন্টরা। শুক্রবার জাতীয় নিরাপত্তা তদন্তের অংশ হিসেবে শুক্রবার এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স।

 

নিউ ইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এজেন্টরা স্থানীয় সময় সকাল ৭টায় মেরিল্যান্ডের বেথেসডায় ওয়াশিংটনের শহরতলিতে বোল্টনের বাড়িতে তল্লাশি শুরু করে। এফবিআই পরিচালক কাশ প্যাটেলের নির্দেশে তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান শুরু হয়।

একজন এফবিআই মুখপাত্র বোল্টনের বাড়ির এলাকায় ‘আদালতের অনুমোদিত কার্যকলাপ’ নিশ্চিত করেছেন।

সিএনএন জানিয়েছে, বোল্টন বলেছেন তিনি আইন প্রয়োগকারী কার্যকলাপ সম্পর্কে অবগত নন এবং তিনি বিষয়টি আরো খতিয়ে দেখছেন।

 

ট্রাম্পের প্রথম মেয়াদে বোল্টন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর থেকে তিনি রিপাবলিকান প্রেসিডেন্টের সমালোচক হয়ে ওঠেন, তাকে চাকরির জন্য অযোগ্য বলে অভিহিত করেন এবং ট্রাম্পের প্রথম প্রশাসনে তার সময়কাল সম্পর্কে একটি তীব্র সমালোচনামূলক বই লেখেন।

 

প্রসঙ্গত, জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প বারবার তার সমালোচকদের বিরুদ্ধে রাষ্ট্রপতির ক্ষমতার প্রয়োগ করেছেন।