টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর নিহত

লেখক:
প্রকাশ: ৭ years ago

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. একরামুল হক (৪৬) নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে উপজেলার নোয়াখালীপাড়া এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র আবদুল্লাহ মনির মুঠোফেনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা একটি মাধ্যমে খবর পেয়েছি, কাউন্সিলর মো. একরামুল হক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এর বেশি তথ্য আমাদের কাছে নেই।’

এদিকে র‌্যাব-৭ এর এক এসএমএসে জানানো হয়েছে, গভীর রাতে টেকনাফ থানাধীন নোয়াখালীপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দলের গুলিবিনিময় হয়। ঘটনাস্থলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও ইয়াবার শীর্ষ গডফাদার টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. একরামুল হকের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, ছয় রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।