 
                                            
                                                                                            
                                        
সামাজিক সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলভমেন্ট ফাউন্ডেশন ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল খান সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলা পরিষদের সামনে একদল যুবক তার ওপরে অতর্কিত হামলা চালায়। হামলায় রুবেল খান মারাত্বক রক্তাক্ত ফুলা জখম হয়।
ঝালকাঠি সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এ হামলায় তিব্র নিন্দা জানিয়েছেন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলভমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক অমিয় প্রাপণ চক্রবর্তী অর্ক, সাবেক সহ-সাধারন সম্পাদক পলাশ তালুকদার, বরিশাল বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদ সহ বিভাগীয় নেতৃবৃন্দ।