বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাইক্রোবাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (০৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
ঝালকাঠির নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোরঞ্জন মিস্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন-নির্মাণ শ্রমিক নাসির বিশ্বাস (৫৫), মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা (৪৫) ও সবজি ব্যবসায়ী মিরাজুল ইসলাম (৩২)।
নিহতের স্বজনরা জানান, ভোরে বাকেরগঞ্জের দিক থেকে একটি টেম্পো বরিশালে আসছিল। দপদপিয়ার জিরো পয়েন্ট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহত চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে নির্মাণ শ্রমিক নাসির বিশ্বাসের মৃত্যু হয়।
গুরুতর অবস্থায় মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা ও সবজি ব্যবসায়ী মিরাজুল ইসলামকে ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
এছাড়া নাসির নামে আরও একজন আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোরঞ্জন মিস্ত্রী।