ঝালকাঠিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসে (ডিপিইও) ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঝালকাঠি বিআরটিএ অফিসে অভিযান চালানো হয়।
দুদকের বরিশাল অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে উপসহকারী পরিচালক মো. আল আমিন ও সহকারী পরিদর্শক কমল চক্রবর্তী এ অভিযানে অংশ নেয়।
এ সময় বিআরটিএ সহকারী পরিচালক মো. আইউব আনছারীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন দুদক টিম।
অভিযানে বরিশাল থেকে আসা কলেজছাত্র মো. রাব্বি নামে একজনের কাগজপত্র ত্রুটিপূর্ণ থাকায় তা জব্দ করা হয়। রেজিস্টারে লিপিবদ্ধ থাকলেও অনলাইনের সফটওয়ারে লিপিবদ্ধ না করা, তথ্য হালনাগাদ না করা, কোনো পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স না করার বিষয়টি অভিযানে প্রমাণিত হয়। পরে দুদক টিম বিআরটিএ অফিসের অনিয়ম দুর্নীতির বিষয়গুলো নোট করে হুঁশিয়ারি প্রদান করেন।
পরে বিকাল সাড়ে ৩টায় বিআরটিএ অফিসের অভিযান শেষ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে (ডিপিইও) অভিযান পরিচালনা করে দুদকের ওই টিম।