জেসিআই বাংলাদেশের সহ-সভাপতি হলেন আলতামিশ নাবিল

লেখক:
প্রকাশ: ২ years ago

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) বাংলাদেশ শাখার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ আলতামিশ নাবিল।

রোববার (২৫ ডিসেম্বর) ঢাকায় একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় সাধারণ সভায় ২০২৩ সালের জন্য নতুন জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের সাবেক সভাপতি সারাহ কামাল।

 

নতুন কমিটিতে উদ্যোক্তা ও সংগঠক মো. জিয়াউল হক ভূঁইয়া জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নতুন জাতীয় সভাপতি এবং মিডিয়া ব্যক্তিত্ব ইমরান কাদির নতুন জাতীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগের বছরের জাতীয় সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট নতুন বোর্ডকে অভিনন্দন জানিয়েছেন।

আলতামিশ নাবিল আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জনের পর পেশাগত জীবন শুরু করেন। নাবিল বর্তমানে মিয়াকি মিডিয়া লিমিটেডের হেড অব ম্যানেজড সার্ভিসেস হিসেবে কর্মরত আছেন। তিনি সামাজিক উদ্যোগ বি পজিটিভ ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠাতা।

নাবিল লেখক, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং প্রশিক্ষক হিসেবে তরুণদের জন্য কাজ করছেন। এর আগে ২০২২ সালে তিনি জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন এবং জেসিআই সিনেটর হিসেবে সম্মানিত হয়েছেন।

 

জেসিআই ১০০টির বেশি দেশে কাজ করছে এবং সারা বিশ্বে এর ২ লাখের বেশি সক্রিয় সদস্য আছে। সারা দেশে জেসিআই বাংলাদেশের সদস্য ৪ হাজারের বেশি, যা ৩৫টি স্থানীয় সংস্থা দ্বারা পরিচালিত হচ্ছে।