জুমার নামাজরত অবস্থায় পড়ে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম মো. খায়রুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. শহিদুর রহমান জানান, গতকালও শিক্ষক খায়রুল্লাহ অসুস্থ ছিলেন। শুক্রবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়ার সময় হঠাৎ তিনি পড়ে যান। পরে তাকে গাড়িতে করে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিভাগীয় সূত্র জানায়, সহযোগী অধ্যাপক খায়রুল্লাহ দীর্ঘদিন কানাডাতে উচ্চতর পড়াশোনা শেষে চলতি বছরের এপ্রিলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগ দেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার। তিনি বিশ্ববিদ্যালয়টির ১৯৯৮-৯৯ ব্যাচের শিক্ষার্থীও ছিলেন। বর্তমানে শিক্ষকদের আবাসিক ডরমিটরিতে থাকতেন। তার স্ত্রী ফারহানা শাহরিয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক। বেশ কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন।