 
                                            
                                                                                            
                                        
অমৃত রায়, জবি প্রতিনিধি: আজ (৩১ ডিসেম্বর ২০২০-বৃহস্পতিবার) জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব সায়েন্স এর ভলিয়ম (৬ এবং ৭) এর মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এসময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, জার্নাল অব সায়েন্স এর প্রধান সম্পাদক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, সহযোগী সম্পাদক এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্বিবিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষকদের গবেষণালব্ধ প্রবন্ধসমূহ এই জার্নালের প্রকাশিত হয়।