 
                                            
                                                                                            
                                        
শামীম আহমেদ : বরিশাল রেঞ্জ ডি.আই.জি এস.এম আখতারুজ্জামান বলেন, আমাদের এখন সামনে এগিয়ে যাবার জন্য প্রতিযোগীতা করতে হচ্ছে।
আমরা জনগণের সাথে এক হয়ে মিলে মিশে কাজ করতে চাই মানুষ যেন নিজ থেকে যেন পুলিশকে ঘটনা জানিয়ে দিতে পারে।
জাতীর পিতার স্বপ্ন পুরনে দেশকে এগিয়ে নেয়ার লক্ষে আমরা বরিশাল রেঞ্জ পুলিশকে তথ্য প্রযুক্তির কাজে অন্তভূক্ত করে পুলিশি কাজের আরো গতিশীল করার জন্য আমাদের এই প্রচেষ্টা শুরু করেছি।
তিনি বলেন আমাদের দেশের মা-মেয়েরা বিদেশী চাকুরীর প্রত্যরনা ফাদে পড়ে বিদেশে বিক্রির মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে। এখানে আমরা প্রযুক্তির কারনে পিছিয়ে পড়ছি।
আজ রবিবার (৩১ই) অক্টোবর বেলা ১২টায় নগরীর জেলা পুলিশ লাইনস্ গ্রার্টিচিউড মিলনায়তন হল রুমে সাংবাদিকদের সাথে আমরা এই বানি নিয়ে বরিশালের জাতীয়,স্থানীয় ও ইলেক্টনিক্স মিডিয়া সহ গণমাধ্যমের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক শুভেচ্ছা ও মতবিনিময়কালে বরিশাল রেঞ্জ ডি.আই.জি একথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডি.আই.জি এহসান উল্লাহ, বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ আহমেদ (বিপিএম) বার, সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা।
এসময় এস.এম আকতারুজ্জামান বরিশাল রেঞ্জের পুলিশি কর্মকান্ড আরো গতিশীল ও পুলিশ কর্মকর্তাদের আরো দায়ীত্বশীলভাবে কাজ করার জন্য তিনি ইতি মধ্যে পুলিশি মনিটরিং কার্যক্রমকে আধুনিকায়ন ও তথ্য প্রযুক্তির ব্যাবহার শুরু করা হয়।
এরই মধ্যে বরিশাল রেঞ্জের জন্য একটি চার সদস্যদ্বারা আইটি প্যানেল গঠন করা সহ ডিজিটাল অটোমেটেড,রিপোটিং,মনিটরিং ব্যবস্থা করা হয়েছে।
যাতে করে জনসাধারন দ্রæত সেবা দেওয়ার পাশাপাশি পুলিশের কাজে আসছে স্বচ্ছতা, জবাব দিহীতা ও গতিশীল আধুনিকতার মাঝে নিয়ে এসে কাজ করানো তার লক্ষ।
এই পদ্ধতিতে বর্তমানে ৭টি ড্যাশবোর্ড করা হয়েছে যেখান থেকে মাদক,অপমৃত্যু,নারী ও শিশু হেল্পডেক্স, মামলা ও ওয়ারেন্ট কার্যক্রম পরিচালনা করা হবে।
এছাড়া খুন, অপহরন সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ড্যাসবোর্ড তৈরীর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি অবহিত করেন।
এসকলের কাজের জন্য ইতি মধ্যে অনেক জেলার বিভিন্নস্থানের অপরাধমূলক কর্মকান্ডের খবর দ্রæত পাওয়ার কারনেই আমাদের পুলিশ সদস্যরা তড়িৎগতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করায় বরিশাল রেঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য চলতি বছরের ১২ই জুলাই এস.এম আখতারুজ্জামান বরিশাল রেঞ্জ ডি.আই.জি হিসাবে যোগদান করেন। ইতি পূর্বে তিনি বরিশাল জেলা পুলিশ সুপার হিসাবে সুনাম ও দক্ষতার সাথে বরিশাল জেলা পুলিশে কাজ করে গেছেন।