 
                                            
                                                                                            
                                        
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় জনপ্রতিনিধিদের উন্নয়ন মূলক কার্যকলাপের উপর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু।
তিনি তার বক্তব্যে বলেন আপনারা যারা জনপ্রতিনিধি রয়েছেন জনগণকে ভালোবাসেন, জনগণের পাশে দাড়ান এবং উন্নয়নমূলক কাজে সহযোগিতা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. একেএম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন, জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক শাহ আলম নসুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ।
সভা শেষে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, কাউখালী মহিলা কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন।