প্রশ্নফাঁস ও জালিয়াতি ঠেকাতে এবার ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি বা বহুনির্বাচনী প্রশ্ন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামী শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এতে আগামী ভর্তি পরীক্ষায় জালিয়াতির সুযোগ থাকবে না বলে মনে করছে বিশ্ববিদ্যালয়টি।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৭৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক কর্মকর্তা বলেন, এমসিকিউ উঠিয়ে দেওয়ায় আরও বেশি মেধাবীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন। পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হলেও তেমন কোনো লাভ হবে না। কারণ, প্রশ্নপত্রেও আলাদা সেট থাকবে। উচ্চমাধ্যমিকের সিলেবাস থেকে কে কতটা শিখেছে, তার ওপর ভিত্তি করেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে।