চীনের সিচুয়ান প্রদেশের মিয়াইয়াংয়ে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা ১৪ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলের শহর গুয়াইয়াং থেকে ৭৮ কিলোমিটার (৪৮ মাইল) দূরে এ ভূমিকম্প আঘাত হানে।
এ ব্যাপারে ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে প্রাথমিকভাবে চীনের ওই এলাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দেশটির যোগাযোগ মাধ্যমে পাওয়া খবরে জানা যায়, কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।