বরগুনায় গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, শিক্ষক, সাংবাদিকসহ নতুন করে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় গতকাল সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে।
বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে বরগুনা সদরে এক শিক্ষকসহ ১২ জন, বেতাগীতে দুজন, আমতলীতে চিকিৎসকসহ ৫ জন ও পাথরঘাটায় একজন সাংবাদিক।
জেলার সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বলেন, শনাক্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। বরগুনায় সংক্রমণের সংখ্যা বেড়ে চলছে। জোনভিত্তিক লকডাউন অনুমতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বরগুনা জেলায় ৩২০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৫৫ জন, আমতলীতে ৪৮ জন, বামনায় ৩২ জন, বেতাগীতে ৩৪ জন, পাথরঘাটায় ২৭ জন, তালতলীতে ১৬ জন। এর মধ্যে ১৬৯ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৫ জন।