চার বছরের মধ্যে চলতি অর্থবছরের ৬ মাসে এডিপির বাস্তবায়ন সর্বনিম্ন

লেখক:
প্রকাশ: ৪ years ago

করোনাভাইরাসকে মাথায় নিয়ে চলতি ২০২০-২১ অর্থবছরের ছয় মাস পেরিয়ে গেছে। গত চার বছরের মধ্যে এই ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার সর্বনিম্ন।

প্রথম ছয় মাসে এডিপির মাত্র ২৩ দশমিক ৮৯ শতাংশ বাস্তবায়িত হয়েছে। টাকায় যার পরিমাণ ৫১ হাজার ২৬৬ কোটি ৩৮ লাখ টাকা। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এসব তথ্য জানিয়েছে।

তারা বলছে, চলতি অর্থবছরের ডিসেম্বর মাসে এডিপির বাস্তবায়ন হয়েছে ৫ দশমিক ৯৬ শতাংশ। যেখানে ২০১৯-২০ অর্থবছরে এডিপির বাস্তবায়ন হয়েছিল ৭ দশমিক ৩৫ শতাংশ।

আইএমইডির তথ্য বলছে, প্রথম ছয় মাসের এই অর্জন গত চার অর্থবছরের তুলনায় কম। ২০১৯-২০ অর্থবছরে প্রথম ৬ মাসে ২৬ দশমিক ৫৯ শতাংশ, ২০১৮-১৯ অর্থবছরে ২৭ দশমিক ৪৫ শতাংশ, ২০১৭-১৮ অর্থবছরে ২৭ দশমিক ০২ শতাংশ এবং ২০১৬-১৭ অর্থবছরে ২৭ দশমিক ২০ শতাংশ এডিপির বাস্তবায়ন হয়েছিল।